আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিবাসীর অর্থনৈতিক পুনরেকত্রীকরণ শীর্ষক অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ শামসুল হক বাবু- বিশেষ প্রতিনিধি:

 

বিদেশ ফেরত অভিবাসীর অর্থনৈতিক ও কাউন্সিলিং সহায়তা নিশ্চিতকরণে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে ঢাকার দোহার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইওএম-বাংলাদেশ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যৌথভাবে প্রত্যাশা প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করে।

 

দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যার মোঃ আলামগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।এছাড়া অতিথি হিসাবে অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারী কর্মকর্তা,সাংবাদিক,ব্যাংকের প্রতিনিধি, ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, ব্র্যাক কর্মী, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন যারা বিদেশ যেতে চায় এবং যারা বিদেশ ফেরত তাদেরকে আমাদের সকলের সহযোগিতা করতে হবে । কারন তারা রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। ফলে যার যার অবস্থান থেকে বিদেশ-ফেরত অভিবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। করোনা পরিস্থিতির মধ্যেও অভিবাসীদের কারনে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল ছিল। তাই রেমিটেন্স যারা পাঠাচ্ছে তাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে সকল ধরনের সরকারী সুযোগ সুবিধা পেতে অগ্রাধিকার দেয়ার আহবান জানান তিনি ।

 

সভাপতি বলেন দোহার উপজেলায় বিদেশগামীর সংখ্যা যেমন বেশী তেমনি বিদেশ ফেরত অভিবাসীর সংখ্যাও বেশী। তাই তাদের সেবা নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন । কারন বর্তমান সরকারের প্রতিশ্রুতির মধ্যে অভিবাসী ও বিদেশ ফেরতদের সেবা নিশ্চিত করার অঙ্গিকার রয়েছে। প্রত্যাশা প্রকল্প থেকে যে সেবা প্রদান করা হচ্ছে তার প্রশংসা করে তিনি সকলকে ইউরোপিয় ইউনিয়ন ভূক্ত ২৭টি দেশ থেকে যারা ফেরত আসে তার তথ্য দিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সহযোগিতা করার আহবান জানান। ব্র্যাক এর মত অন্যান্য অর্গানাইজেশনকে মাঠ পর্যায়ে অভিবাসন বিষয়ে কাজ করার জন্য আহবান করেন তিনি।

 

কর্মশালায় ফান্স ফেরত দোহার উপজেলার একজন অভিবাসীকে অর্থনৈতিক পুনরেকত্রীকরণের উদ্দেশ্য ইন-কাইন্ড সাপোর্ট হিসেবে ৮০ হাজার টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি মোঃ আলমগীর হোসেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap