আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে জুয়া দুই মাদকসেবীকে কারাদন্ড

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলার অপরাধে দুই মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

 

দন্ডপ্রাপ্তরা হলো- কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলী আজমের ছেলে সাব্বির হোসেন রিফাত (২০) ও পাশের ছোট লতিফপুর এলাকার আব্দুল হকের ছেলে রবিন হোসেন (১৯)।

 

ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জান গেছে, গত সোমবার বিকেলে তারা দুজনসহ কয়েকজন উপজেলার টান কালিয়াকৈর এলাকায় মাদক সেবন করে জুয়া খেলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে মাদকসেবী রিফাত ও রবিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ওই দুই মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী জানান, জুয়া খেলার অপরাধে ওই দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap