আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্র ভাষা বাংলা রক্ষার জন্য সর্বপ্রথম বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিল -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মায়ের ভাষা, বাংলা ভাষা মর্যাদা রক্ষা করার জন্য, এর স্বৃকিতির জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই রফিক, জব্বার, সালাম, বরকত, শফিকসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। এ আন্দোলনের সূচনা করেছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ-মুজিব।

 

সেইদিন তরুণ নেতা শেখ-মুজিবুর রহমান বুঝতে পেরেছিল পাকিস্তান সৃষ্টির মাধ্যমে তারা যে পাকিস্তান বানাইলেন সেই পাকিস্তানে ইংরেজ শাসন ইংরেজ প্রমোদের পরিবর্তে পাঞ্জাবি শাসক তারা পেয়েছেন। বাংলার মানুষের এতে মুক্তি আসবে না, বাংলার মানুষের অধিকার রক্ষা করা হবে না। তাই ১৯৪৮ সালের চৌঠা জানুয়ারী এই তরুন যুবক এই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য, স্বাধীনতার জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল। ১৯৪৮ সালে এই রাষ্ট্র ভাষার রক্ষার জন্য অনেক কমিটি হয়েছিল, সভা হয়েছিল। ১৯৪৮ সালে ১১-ই মার্চ রাষ্ট্র ভাষা বাংলা রক্ষার জন্য সর্বপ্রথম বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিল।

 

মন্ত্রী বলেন, স্বাধীনতা ও ভাষা আন্দোলন একই সুত্রে গাথা। ভাষাকে কেন্দ্র করে বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়। স্বাধীনতার বীজ বপন হয়েছিল ১৯৫২ সালে চুরান্ত লাভ করে মহান মুক্তিযুদ্ধে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাষা আন্দোলনে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা আমাদের আছে সারা বাংলাদেশ ব্যাপী নেই, আমরা আশা করছি যে ২৬ মার্চে তালিকা প্রকাশ করা হবে।

 

মন্ত্রী রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথাগুলো বলেন।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন। এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহসানসহ প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap