আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে নেত্রকোণায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

 

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের কার্যক্রমের শুভ সূচনা করেন।

পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, সমাজ কল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জেলা কাজি আব্দুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আলী আকবর মুন্সী’র নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম নেত্রকোণা জেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap