আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে গাড়ীর চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত।

কালিয়াকৈর প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গত শনিবার রাতে অজ্ঞাত একটি গাড়ী চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সুনামগঞ্জের সালনা দাউদপুর এলাকার সুশেন দাসের ছেলে সোহাগ দাস (২০) ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে সোলাইমান (২১)। তারা দুজনই উপজেলার সফিপুর এলাকার জমজম কারখানার শ্রমিক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার জমজম কারখানার সোহাগ ও সোলাইমান নামে দুই শ্রমিক ছুটি শেষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাত ৩টার দিকে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত নামা একটি গাড়ী তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা গেলেও ঘাতক গাড়ি ও চালক-সহযোগীদেও পাওয়া যায়নি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap