ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় বুধবার সকালে জমি সংক্রান্ত জেরে ফজল সরকার নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় , উপজেলার রশিদপুর এলাকায় সকালে জমি সংক্রান্ত জেরে একই এলাকার ফজল সরকার ও সোলায়মানের সাথে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সোলায়মান তার লোকজন নিয়ে ফজল সরকারের ওপর আক্রমণ করলে সে গুরুতর আহত হয় । পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা (ওসি) তদন্ত রাজীব চক্রবর্তী জানান, হাসপাতাল থেকে দুপুরে লাশটি উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য চেষ্টা চলছে।