ঝন্টু- কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরে মনিরামপুরের রাজগঞ্জ ঝাঁপা বাওড়ে,ভাসমান সেতু নৌকা ভ্রমনে এসে পানিতে পড়ে যশোরের সিটি কলেজের এক ছাত্র নিখোঁজ দুইজন জীবিত উদ্ধার ।
৩ ঘন্টা যাবত এলাকাবাসী ও ফায়ার-সার্ভিস খোঁজার পরেও এখনো পাওয়া যাইনি সন্ধা পর্যন্ত উদ্ধার কাজ চালান। জানা যায় তারা যশোর এম এম কলেজ ও সিটি কলেজ থেকে বেড়াতে এসেছে যে দুইজন উদ্ধার হয়েছে তারা এম এম কলেজের ছাত্র।
যে ছাত্রটি নিখোজ হয়েছে তাহার বাড়ী যশোর আরবপুর এলাকায় তাহার পিতা সাতক্ষীরার কয়রায় কর্মরত থাকেন বলে জানা যায়। আজ সন্ধা পর্যন্ত ফায়ার সার্বিসের ডুবুরিযা সন্ধান চালিযে উদ্ধার করকে পারেনাই আগামি কাল আবার সকাল ৭ টার দিকে অনুসন্ধান শুরুকরবে বলে জনান।