খোরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভার সেনানিবাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার বিকালে সাভার সেনানিবাসের প্রশিক্ষণ মাঠে এই ম্যারাথনের উদ্বোধন করেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
উক্ত অনুষ্ঠানে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ও উর্ধ্বতন সেনা কর্মকর্তারা অংশ নেন। এছাড়া ঢাকা জেলা প্রশাসক শহীদুল হক, সাভার উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-হিল কাফিসহ বেসামরিক কর্মকর্তাগণ।
প্রশিক্ষণ মাঠ থেকে শুরু হওয়া ম্যারাথনটি নবম পদাতিক ডিভিশনের ৫ কিলোমিটার সড়ক অতিক্রম করে একই স্থানে এসে শেষ হয়। ম্যারাথনে ৯ পদাতিক ডিভিশনের ১১ বীর ইউনিটের সৈনিক সোহানুর রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বিজয়ীদের মেডেল পড়িয়ে দেন। এরপর সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন জিওসি।