নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম সাগর (২৫) নামে পাবনার এক যুবক নিহত হয়েছেন। এসময় রুপপুর প্রকল্পের ফোরম্যান রাশিয়ান কর্মকর্তা প্রকৌশলী শেরশাই গারজিনা (৩০) আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পাবনার ঈশ্বরদী থানার মধ্যকোলনী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও পেশায় মাইক্রোবাস চালক।
বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩- ১৭৯০) পাবনা থেকে ঢাকাগামী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোসবাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে বনপাড়া দমকল বাহিনীর কর্মীরা ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক সাগর মারা যান। পরে অবস্থার অবনতি হলে রাশিয়ান প্রকৌশলী শেরশাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি শফিকুল ইসলাম।