সাভার প্রতিনিধি:
সাভারে একটি নির্জন শাখা সড়কে মো. পারভেজ নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে প্রেরণ করা হয়। এর আগে রোববার গভীর রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২৪ জানুয়ারি নিহতের মা বকুল বেগম ছেলের স্ত্রী বিথী আক্তার ও তার আগের স্বামী মো. রাহাদসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
নিহত মো. পারভেজ ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে ৷ তিনি সাভারের একটি থাই গ্লাস কারখানার শ্রমিক।
গ্রেপ্তার বিথী আক্তার, তার স্বামী মো. রাহাদ ও জাহিদ।
পুলিশ জানায়, গত শনিবার (২৩ জানুয়ারি) সাভারের কামালরোড এলাকার ড্রেন মার্কেটের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে আহত হয় পারভেজ। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীরা। পরে আজ রোববার বিকেলে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার একদিন পর তার মৃত্যু হয়।
পুলিশ আরো জানায়, নিহত পারভেজের সাথে বিথী নামে এক মেয়ের গোপনে বিয়ে হইছিলো। দুই-তিন মাস তারা সংসারও করেছে। কিন্তু বিথীর আগের স্বামী রাহাদ ও তার ৪/৫জন সঙ্গী পারভেজকে কুপিয়ে হত্যা করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, হত্যাকান্ডের ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এতদিন আসামিরা ভাসমান ছিলো। তাদের নাম ঠিকানাও সঠিক ছিলো না। পরে প্রযুক্তির সহায়তা ও সোর্স মেইনটেন করে গতকাল রবিবার রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। এখন তাদের আদালতে নিয়ে যাচ্ছি। তবে হত্যাকান্ডের কারণ এখনো তদন্তাধীন বলে জানান এই কর্মকর্তা।