আজ ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

সাভারে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করে হত্যা

সাভার প্রতিনিধি:

 

সাভারে ব্যাংক কলোনী এলাকায় একটি রেস্তোরার সামনে রোহানুর ইসলাম রোহান (১৮) নামে এক কিশোরকে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, বন্ধুদের মধ্যে পূর্ব শত্রুতার জেরেই রোহানকে হত্যা করা হয়েছে।

 

শনিবার রাতে পৌর সভার ব্যাংক কলোনী মহল্লার মুড়ি মটকা নামে একটি রেস্তরার সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত রোহান স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে মাধ্যমিকে উত্তীর্ণ বলে জানা গেছে। সে পৌর সভার গেন্ডা কর্ণপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুস সোবহানের ছেলে।

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএফ সায়েদ বলেন, রোহান আজ ওই রেস্তরায় মুড়ি খেতে গিয়েছিলো। পরে রোহানকে পূর্ব শত্রুতার জেরে স্টেপ করা হয়। রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

কি কারণে বা কারা হত্যা করেছে এমন প্রশ্নে বলেন, বন্ধুদের মধ্যে পূর্ব শত্রুতার জের ছিলো। হৃদয় ও নাছির নামে দুজনের নাম শোনা যাচ্ছে। তবে এখনো পুরো ঘটনা জানা যায়নি। তদন্ত ও অপরাধীদের আটকের চেষ্টা চলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap