আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

সাভার প্রতিনিধি:

 

সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত সামান্য হয়েছেন মোটরসাইকেলের চালক। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যান ও আটক করা হয়েছে এর চালককে।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় দুর্ঘটনার পরপর সড়কে উৎসুক জনতার ভীড়ে যানচলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ প্রায় আধাঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানচলাচক স্বাভাবিক হয়।

 

নিহত মো. সজিব (২৩) এর বাড়ি বরিশালে। সে সুজুকি মোটরসাইকেল কোম্পানীর রাজধানীর বংশাল শাখার শো-রুমের টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন।

 

তবে আটক কাভার্ড ভ্যান চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

 

পুলিশ জানায়, বিকেলে গাজীপুরে সুজুকি কোম্পানীর একটি ট্রেনিং ওয়ার্কশপে অংশ নিয়ে রাজধানী ঢাকায় ফিরছিলেন মোটরসাইকেল যোগে ফিরছিলেন নিহত ও তার এক সহকর্মী। এসময় সন্ধ্যায় পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে একটি (ঢাকা মেট্রো-উ ১১-৩২১৩) কাভার্ড ভ্যান তাদের পেছন থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে বসা সজিব সড়কে পড়ে কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এসময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সজীব। এতে মোটরসাইকেল চালক সাব্বির সামান্য আহত হন। পরে স্থানীয়রা ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করে পুলিশে দেয়।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, কাভার্ড ভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরেকজন সামান্য আহত। নিহতের মরদেহ সাভার হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক কাভার্ড ভ্যানটিও হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। তবে আটক কাভার্ড ভ্যানের চালককে আশুলিয়া থানা হেফাজতে রয়েছেন। এঘটনায় নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap