কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর রেললাইন এলাকায় বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ডাকুরাইল গ্রামের মৃত খন্দকার শাহালমের ছেলে শিহাব(২৮), একই গ্রামের মোঃ মনির হোসেনের ছেলে রাজন সরকার(৩০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহালম ও শিহাব উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কালামপুর রেললাইনের পাশে বালুর মাঠ সংলগ্ন ওই দুই মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় দুই মাদক ব্যবসায়ী টের পেয়ে দৌড়ে পালানোর সময় এলাকাবাসী ও পুলিশ সদস্যরা তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে দশ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর জেল হাজতে পাঠান।
কালিয়াকৈর থানার পুলিশের এসআই আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।