আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় অজ্ঞাত সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নেতা আহত

বিশেষ প্রতিনিধি:

 

ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসীদের হামলায় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জুলহাস (৩৩) ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুন (২৩) নামের দুই শ্রমিক নেতা আহত হয়েছে। তারা দুজনেই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

 

সোমবার দুপুরে আশুলিয়ায় থানায় এ বিষয়ে একটি অভিযোগ করে ভুক্তোভোগীরা। এর আগে, রোববার রাত ১০ টার দিকে আশুলিায় ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জে.এইচ.এম নিটওয়্যার লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলো- নাজমুল (২০), মোঃ সুমন (১৯), মোঃ আরিফুল (২১) ও মোঃ নোমান (২২) প্রাথমিক ভাবে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। অভিযোগ সূত্রে জানা যায়, সেই কারখানা হতে ছাঁটাই হওয়া ০৪ জন অপারেটরের পাওনা পরিশোধ না করায় তারা কারখানার মালিকের উপর ক্ষিপ্ত হয়ে মালিককে মারার উদ্দেশ্যে নাজমুল, সুমন, আরিফুর ও নোমানসহ আরও অজ্ঞাত ১০-১৫ জন বহিরাগত ছেলেসহ লাঠিসোটা নিয়ে কারখানা প্রবেশ করে।

 

এ সময় ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের আহত ০২ জন শ্রমিকনেতা আগে থেকেই কারখানায় মালিকের সাথে অবস্থান করতেছিল। কারখানার মালিকের সাথে বহিরাগতদের বাকবিত-ার একপর্যায়ে ফেডারেশন নেতা মামুন ও জুলহাস থামাতে আসলে তারা তাদের রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap