আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গণস্বাস্থ্য কেন্দ্রের ৫০ বছর উপলক্ষে বিশেষ লোগো উন্মোচন

সাভার প্রতিনিধি:

 

সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ লোগো উন্মোচন ও বার্ষিক ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।

 

রোববার (৩১ জানুয়ারি) বিকালে আশুলিয়ার বাইশমাইল এলাকা অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের এ লোগো উন্মোচন ও বিতরণ করা হয়।

 

এসময় লাল, সবুজ, সোনালি ও নীল রং সম্বলিত একটি নতুন লোগো উন্মোচন করা হয়। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সময়ের ইতিহাসের ছবি সম্বলিত নতুন বছর ২০২১ এর ক্যালেন্ডার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর আলতাফুন্নেসা মায়া। এছাড়া স্বাগত বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।

 

এসময় উপস্থিত ছিলেন- গণ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা.লায়লা পারভিন বানু, ট্রাস্টি ও নির্বাহী পরিচালক (জি.পি.এল) সন্ধ্যা রায়, নির্বাহী পরিচালক (কার্যক্রম) গোলাম মোস্তফা দুলাল, সিনিয়র পরিচালক এ.কে. এম. রেজাউল হক, অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মোর্তুজা বাবু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু আরো উপস্থিত ছিলেন আবু তাহেরসহ প্রমুখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap