আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিশুর লাশ উদ্ধার
শিশুর লাশ উদ্ধার

মিরপুরের তালবাড়িয়া বালি ঘাট থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া বালি ঘাট থেকে জাহাবুল (২২) নামের এক যুবকের মৃতদেহ নিখোঁজ হওয়ার ১০দিন পর উদ্ধার করেছে পুলিশ।

 

মৃত জাহাবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

 

জানা গেছে, মৃত জাহাবুল গত ১৯শে জানুয়ারী, ২০২১ইং স্টিয়ারিং ট্রলি নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন কাঞ্চনপুর গ্রামে জসিমের ইট ভাটায় মাটি কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে যাওয়ার পর তাঁর আর কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজা-খুঁজির পর তাকে না পেয়ে তাঁর ভাই মাহাবুল ইসলাম মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং-৯৭০ ও তাং-২৪/০১/২০২১ইং।

 

এ ব্যাপারে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, তালবাড়িয়া বালিঘাট থেকে নিখোঁজ এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। কিভাবে মারা গেছে সেটা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap