আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পথচারী নিহত
পথচারী নিহত

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

 

গাজীপুরের কালিয়াকৈর বাশতলী এলাকায় শুক্রবার দুপুরে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

 

নিহত হলেন, উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০)।

 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই পুলিশ সদস্য রুবেল হোসেন শুক্রবার দুপুরে সিনাবহ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তার কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। উপজেলার বাশতলী এলাকায় পৌছালে কালিয়াকৈর থেকে আসা অটোরিকশাটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়।

 

ঘটনাস্থলেই পুলিশ সদস্য সড়কে ছিটকে পড়ে যায়। এতে গুরুতর আহত হন। স্থানীয়রা পুলিশ সদস্যকে উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

কালিয়াখৈর থানার তদন্ত ওসি রাজীব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করছেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap