বিশেষ প্রতিনিধি:
আশুলিয়ায় অটোরিকশা চালককে নৃশংস ভাবে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার (২২-০১-২০২১) সকালে আশুলিয়ার আয়নাল মার্কেট সংলগ্ন বাঁশতলা মসজিদের পাশে একটি সাখা রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে।
নিহত অটোরিকশা চালকের নাম শাহিন উদ্দিন(২৬)।
পাবনা জেলার বেড়া থানার চর নাগদাহ গ্রামের হাুরন বেপারীর ছেলে। তিনি রিকশা চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের জানায়, সকালে আয়নাল মার্কেট এলাকার শাখা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীরা। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় মেরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সাথে কথা বলার চেষ্টা চলছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।