আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্যরা ৩০ বছর ক্ষমতায় থেকে দেশকে পিছিয়েছে- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, অন্যরা ৩০ বছর ক্ষমতায় থাকায় দেশ অনেক পিছিয়ে গেছে। দেশের উন্নয়নে বাধাগ্রস্থ হয়েছে। গত ১২ বছরে বর্তমান সরকার দেশের জন্য ব্যাপক উন্নয়ন কাজ করেছে। যা দেশের মানুষ দেখতে পাচ্ছেন। তিনি মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

 

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap