আজ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় নৃশংস ভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সাভার প্রতিনিধি:

 

আশুলিয়ায় অটোরিকশা চালককে নৃশংস ভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাইছাবাড়ির এলাকার সাখা সড়কের পাশে পরত্যিক্ত মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে।

 

নিহত অটোরিকশা চালকের নাম মোফাজ্জল হোসেন। নওগাঁ জেলার দামুরহাট থানার আড়ানগর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। বর্তমানে আশুলিয়ার কাইছাবাড়ি এলাকার শাহাদাত হোসেনর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতো।

 

নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানান, প্রতিদিনের মত আজ ভোর ৫ টার দিকে বাসা থেকে রিকশা বের হন। পরে সকাল ৮ টার দিকে স্থানীয়দের মাধ্যমে মরদেহ পরে থাকার খবর মেলে। প্রাথমিকভাবে ধারনা অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় নিহতের স্বজন বাদি হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap