আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালপুরে জেলা ক্রীড়া সংস্থা’র ব্যবস্থাপনায় ফুটবল প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন

সুরুজ আলী- নাটোর জেলা প্রতিনিধি:

 

নাটোরের লালপুরে ‘জেলা ক্রীড়া সংস্থার’ ব্যবস্থাপনায় অনুর্ধ ১৬’র বালক ও বালিকা উভয় ক্যাটাগরিতে মাসব্যাপী এক প্রশিক্ষন ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২০/২১ অর্থ বছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষন ক্যাম্প এর আয়োজন করা হয়।

 

আজ ১২ জানুয়ারী সকাল ১০টায় গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে এই প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন করেন- নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি: এর মহা ব্যবস্থাপক(প্রশাসন) মো: রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন- নাটোর জেলা ক্রীড়া অফিসার মো: রফিকুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি- গোলাম কাউছার, সাধারন সম্পাদক-দেলোয়ার হোসেন পিন্টু এবং অত্র এলাকার প্রবীন ফুটবলারসহ সূধীজন।

প্রশিক্ষন ক্যাম্পটি চলবে প্রায় মাস ব্যাপী।

এই প্রশিক্ষন ক্যাম্পের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাটোর জেলা ক্রীড়া সংস্থা এবং উত্তর বঙ্গের উদিয়মান তরুন ফুটবলার এবং কোচ মো: জুয়েল রানা কে।

 

এ বিষয়ে প্রশিক্ষক জুয়েল রানা জানান- জেলা ক্রীড়া সংস্থা আমাকে এত বড় একটি দায়িত্ব দিয়েছে, আমি আমার সবটুকু দিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে অনুর্ধ ১৬’র প্রশিক্ষন ক্যাম্প থেকে ভালো খেলোয়ার উপহার দিতে পারবো আশা করি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap