আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৯০ মিনিটের এই ম্যাচে ২-০ গোলে অবিবাহিতরা বিজয় লাভ করে। পরে একদল আরেক দলকে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।
শুক্রবার বিকেলে আশুলিয়ার গুমাইল স্কুল মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় স্থানীয় নিজেদেরকে বিবাহিত ও অবিবাহিত দলে ভাগ করে খেলায় অংশগ্রহন করেন।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি  নুরুল আমিন সরকার ও এসময় আরো উপস্থিত ছিলেন ইয়ারপু  ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী  ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা জনাব মোঃ শাহিন সরকার ও আরো উপস্থিত ছিলেন বর্তমান ৫ নং ওয়ার্ডের মেম্বার বকুল সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন,  ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতা জুয়েল মোল্লা,
আমজাদ পালোয়ান ও জামাল হোসেনসহ স্থানীয় গর্ণমান্য ব্যাক্তি বর্গ।
এ সময় উপস্থিতরা বলেন, এই খেলার মূল উদ্দেশ্য আমাদের নিজেদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরী করা। এছাড়াও খেলায় শরীরকে ভালো রাখে এবং খেলায় যারাই জয়ী হোক খেলা শেষে সবার মধ্যে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap