বিশেষ প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে সালাম খোলজার (৪৫), নামের এক কবিরাজকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ওই কবিরাজকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক কবিরাজ ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশ জানায়, একিই এলাকার এক গৃহবধু গতকাল কবিরাজের কাছে চিকিৎসা সেবা নিতে গেলে কবিরাজ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে মরদেহ গুম করারও হুমকি দেন। পরে ওই গৃহবধু রাতেই ধামরাই থানায় উপস্থিত হয়ে ওই কবিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ সালামকে গ্রেফতার করে।
ধামরাই কাওয়ালীপড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সাইদ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।