কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ গোসাত্রা মৃধাপাড়া নদীরপাড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে খননযন্ত্রের(ভেকু মেশিন) নিচে চাপা পরে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে ভেকু রেখেই চালক পালিয়ে যান। নিহত ওই শিশু একই এলাকার মো.জাহাঙ্গীর আলমের ছেলে লিপু হোসেন(৭)। সে গোসাত্রা ব্রাকে শিশু শ্রেনীতে পড়ালেখা করতেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, গোসাত্রা মৃধাপাড়া নদীর পাড় এলাকাতে ফসলি জমির মাটি কাটছিল মৃত রহিম উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিন ও প্রভাবশালী মহলের লোকজন। পরে লিপু ও তার কয়েকজন বন্ধু জমির উপর দিয়ে হাটাহাটি করছিল। এসময় বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষাথর্ী ভেকু মেশিনের নিচে চাপা পড়ে মাথা থেতলে গিয়ে তাৎক্ষনিক মর্মান্তিক মৃত্যু হয়।
আরো জানা যায়, ওই ভেকুওয়ালা শিশুর মৃত্যুর পর তাকে মাটি চাপা দিতে চাচ্ছিল। তার বন্ধুদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ড্রাইভার সহ ব্যাবসায়ীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আয়নাল হোসেন জানান, শিশুটি খননযন্ত্রের ভেকু মেশিনের নিচে পরে মাথা থেতলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। চালক পলাতক রয়েছেন।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মোজাহিদুল ইসলাম জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।