আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়া পলাশ বাড়ী এলাকায় ড্রেন থেকে মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি:

 

সাভারের আশুলিয়া পলাশবাড়ী এলাকায় অলিম্পিয়াড মার্কেট এর সাথে ট্রেন থেকে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার অলিম্পিয়াড ভবনের পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর আসে পলাশবাড়ী এলাকায় ড্রেনের ভেতর মরদেহ পরে আছে৷ পরে ঘটনা স্থলে গিয়ে সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

 

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধারের পর আমি আবার ঘটনা স্থলে পরিদর্শনে যায়। নিহত ব্যক্তির হাতের পাঁচ আঙ্গুল কাঁটা রয়েছে।

 

প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় হত্যা করে তাকে ড্রেনের ভেতরে ফেলে দিয়েছে। আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠাবো। এছাড়া তার পরিচয় সনাক্তকরণে জন্য বিভিন্ন থানায় ছবিসহ তথ্য পাঠাবো।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap