বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী আব্দুস সোবহান তুলা ( তুলা কমান্ডার) গতকাল ২ জানুয়ারী ২০২১ চির বিদায় নিয়েছেন। এ বীর মুক্তিযোদ্ধা আজীবন গোপালপুরের অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে থাকবেন।
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি তার ছিল অবিচল আস্থা। নিজে একনিষ্ঠ ধর্মপরায়ন হলেও ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তাদের অপছন্দ করতেন এ বীর মুক্তিযোদ্ধা ।
তিনি ছিলেন গোপালপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক। যেকোনো প্রয়োজনে যেকোনো সময় তাকে স্মরণ করলেই থানায় হাজির হয়ে যেতেন। মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল তার প্রবল, তার এই প্রবল ইচ্ছা শক্তির কাছে সবসময়ই হার মেনেছে তার বয়স।
একাত্তরে যেমন যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তেমনি স্বাধীনতার পঞ্চাশ বছর পরও নিজের বয়সকে হার মানিয়ে প্রগতিশীল চিন্তাধারার ও বিজ্ঞানমনস্ক এই মানুষটি
গোপালপুরের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছেন।
গোপালপুরের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান তুলা @ তুলা কমান্ডারকে গোপালপুরবাসী আজীবন মনে রাখবেন!
মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন!