কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় শনিবার সকালে অসহায় গরীব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ ছাত্র যুব ও শ্রমিক অধিকার পরিষদ কালিয়াকৈর উপজেলা ও জেলা শাখার উদ্যোগে ভিপি নুরের পক্ষে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম তুষারী, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পাঠান আজাহার, গাজীপুর জেলা যুব অধিকার পরিষদের নেতা মানবাধীকার কর্মী মাহমুদ চৌধুরী, পৌর যুব অধিকার পরিষদ এর সমন্বয়ক রাজীব হাসান প্রমুখ।