কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, আগামী সংসদে নতুন আইন পাশের মাধ্যমে রাজাকারদের নামের তালিকা করা হবে। শুক্রবার (১জানুয়ারি) বিকেলে পালোয়ান বাড়ি জামে মসজিদের তৃতীয়তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনার উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এমাসের মধ্যে মুক্তিযুদ্ধাদের নামের তালিকা যাচাই করে পূর্ণাঙ্গ নামের তালিকা ঘোষনা করা হবে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী সহ মুসল্লিগণ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।