আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় স্বেচ্ছায় রক্ত দিয়ে জীবন বাঁচাতে নিজ নিজ এলাকায় ব্লাড ডোনার টিম গঠন

আসাদুজ্জামান খাইরুল- বিশেষ প্রতিনিধি:

আশুলিয়ার গাজিরচট গ্রামের আয়নাল মার্কেট এলাকায়  “নিজের প্রয়োজনে অন্যের কাছে রক্ত চেয়েছি, অন্যের জীবন বাঁচাতে আমি কি রক্ত দিয়েছি ?” এই শ্লোগানে “সামাজিক উদ্যোগ” এর ব্যানারে ফ্রী ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনার টিম গঠন কর্মসূচির আয়োজন করে অত্র এলাকার যুব সমাজ ।

শুক্রবার (২৫-১২-২০৩০) সকাল ৮টায় এই কর্মসূচি শুরু হয়ে সন্ধ্যা ৫ টা পর্যন্ত কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। এসময় ফ্রি ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনার টিম গঠন কর্মসূচির, উদ্বোধন করেন ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আয়নাল মাদবর, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান মিরন, “সামাজিক উদ্যোগ” এর সমন্বয়ক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান আরিফুর রহমান সিকদার, ডেইলি মর্নিং গ্লোরি ও মর্নিং অবজারভার এর সাংবাদিক আসাদুজ্জামান খাইরুল, ও ইমরান হাসান নিলয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত কর্মসূচিতে তিন চারশ মানুষের মাঝে সাস্থ্যসেবা প্রদান করে ১৬৭ জনের একটি ব্লাড ডোনার টিম গঠন করা হয়। যারা অত্র এলাকায় বসবাসরত মানুষের রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্ত দান করবেন।

 

সামাজিক দায়বদ্ধতা থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি এ ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে বেশ কিছুদিন যাবৎ, “সামাজিক উদ্যোগ” নামের এই সংগঠনটি।

ফ্রি ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনার টিম গঠন কর্মসূচির পাশাপাশি ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার, উচ্চতা, ও ওজন মাপার সুবিধাও দিয়েছেন এই কর্মসূচিতে।

“সামাজিক উদ্যোগ” এর বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সামাজিক কর্মকাণ্ড সহ আজকের অনুষ্ঠিত ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচিতে, সার্বিক সহযোগিতায় মোঃ মিরাজুল ইসলাম, মোঃ রাকিব হোসেন, মোঃ সাঈদ হোসেন অনিক, রাকিব, মোঃনাইম হাসান ইনু, ফরহাদ(টেকনোল্জিস্ট এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল), ডাঃইলিয়াছ আহামেদ হৃদয় সহ এলাকার অন্যান্য যুবকরা উপস্থিত ছিলেন।

“সামাজিক উদ্যোগ” এর সমন্বয়ক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান আরিফুর রহমান সিকদার জানান, আমরা সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড দীর্ঘদিন যাবৎ করে আসছি। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বসবাসরত এলাকাগুলোতে কখনো কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে, আমরা বিভিন্ন রকম হয়রানির শিকার হয়ে থাকি।

 

এই ধরনের হয়রানি থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের ফ্রি ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনার টিম গঠনের কর্মসূচির আয়োজন করেছি। আজকের কর্মসূচি সহ সামাজিক উন্নয়নমূলক সকল ধরনের কর্মকাণ্ড গুলো আমাদের সমাজের বসবাসরত সকলের সহযোগিতায় আমরা আয়োজন করে থাকি । পরবর্তীতে আমাদের আশেপাশের গ্রামগুলোতেও “সামাজিক উদ্যোগ” এর মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ছড়িয়ে দিয়ে একটি সমৃদ্ধশীল সমাজ গঠন করার ইচ্ছা রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা অল্প কিছুদিনের মধ্যেই, ফ্রি ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনার টিম গঠনের এ কর্মসূচিটি, পার্শ্ববর্তী এলাকা মৌসুমী মার্কেটে পরিচালিত করব।

আয়নাল মার্কেট এলাকার মুরুব্বি আওয়ামী লীগের ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সভাপতি আয়নাল মাদবর বলেন, আমরা অত্র সমাজে বসবাসরত সবাই এই ধরনের ভালো কাজগুলোকে সবসময়ের জন্য সমর্থন ও সহযোগিতা করে আসছি। আজকের এই কর্মসূচিকেও আমরা সাধুবাদ জানাই, এ কর্মসূচির মাধ্যমে আমাদের অত্র এলাকার বেশ উপকার হবে বলে আমি আশা করি।

আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান মিরন বলেন আজকেরে ফ্রি ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনার টিম গঠন এর কর্মসূচির মাধ্যমে আমাদের এলাকার বিভিন্ন সময়ে, মুমূর্ষ রোগীর জন্য রক্তের প্রয়োজন মেটাতে পারবে বলে আশা করছি। এছাড়াও আমাদের সমাজকে আরো সুন্দর করতে “সামাজিক উদ্যোগ” এর কর্মকান্ড গুলো প্রশংসনীয় বলে আমি মনে করি। এ ধরনের ভালো সামাজিক কর্মকাণ্ড গুলোতে এলাকার সবাইকে এগিয়ে আসার আহবান করছি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap