ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় সোমবার (২১ ডিসেম্বর) রাতে কৃষক আব্দুল রউফ মৃধার বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। গরু দুটির মূল্য আনুমানিক দুই লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এতে ওই কৃষকের গোয়াল ঘরটি এখন গরু শূন্য হয়ে পড়ে আছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে গরু চুরি কিংবা চুরির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ কারণে অনেকে এখন রাতের বেলায় গোয়ালঘর পাহাড়াসহ চোরদের ভয়ে কেউ কেউ গরু ঘরে তালা দিয়ে আটকে রাখছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নেই কোনো তৎপরতা।
বড় কাঞ্চনপুর গ্রামের কৃষক আবুল রউফ মৃধা জানান, গেল রাতে দুটি গরু চুরি হওয়ায় আমার গোয়ালঘরটি এখন গরু শূন্য হয়ে পড়েছে। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার জানান, আমি তো ভোর পাঁচটা পর্যন্ত ওই এলাকায় ডিউটিতে ছিলাম। তবে আমি ডিউটিতে থাকা অবস্থায় কোনো গরুর ট্রাক রাস্তা দিয়ে যেতে দেখেনি।