ইবি প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা অনেকে জৈবিক পিতা হতে পারিনা, ৫২ বছরে বঙ্গবন্ধু এ দেশের জাতির পিতা হয়েছেন। জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের হুঁশিয়ার করে বলতে চাই, এটা সম্ভব নয়। যেমনি হিমালয়ে গায়ে আচড় দিয়ে হিমালয় ধ্বংস অসম্ভব বিষয়।
উপাচার্য বলেন, কুষ্টিয়ার উর্বর মাটিতে বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্যে আঘাত এসেছে। এটা একটা অন্তজালা। জাতির জনক বঙ্গবন্ধুকে মেরে ফেলা যায়, হাতকে ভেঙ্গে ফেলা যায়, বিনাশ করা যায়না। একটি হাত ভেঙ্গেছেন, কোটি জনতা রাস্তায় নেমে এসেছে। যারা এই ঘৃণ্য কাজ করেছে এখান থেকে তাদের বিষয়টি উপলব্ধি করতে হবে।
সমিতির সদস্য প্রফেসর ড. সাইদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দীন, সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল আরফিন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান।
প্রসঙ্গগত, গত ৪ ডিসেম্বর রাতের আঁধারে কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃৃত্তরা। এ ঘটনায় ৫ ডিসেম্বর চারজনকে আটক করেছে পুলিশ।