আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কেরানীগঞ্জে ব্র্যাকের আর্ন্তজাতিক অভিবাসী দিবস ২০২০ উদযাপন

মুহাম্মদ শামসুল হক বাবু- বিশেষ প্রতিনিধি:

 

 

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। ২০০০ সালের ২ নভেম্বর জাতিসংঘের ৫৫তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালন করার জন্য মেক্সিকোর উত্থাপিত প্রস্তাব বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ সমর্থন করে। ফলে জাতিসংঘ কর্তৃক ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

 

অভিবাসীরা এদেশের গর্বিত সন্তান। বর্তমানে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ বাংলাদেশি শ্রম অভিবাসী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। অভিবাসী কর্মীগণ তাঁদের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। একই সাথে পরিবার পরিজনের জীবন-জীবিকা নির্বাহ এবং তাঁদের পারিবারিক ও সামাজিক জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। একটি সূখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তাঁরাও গর্বিত অংশীদার। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রদান এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অভিবাসীকর্মীদের অবদানের স্বীকৃতির সর্বোচ্চ মর্যাদা প্রদানের উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয়:

 

“মুজিব বর্ষের আহবান

দক্ষ হয়ে বিদেশ যান”

 

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিতকরণে সহায়তা প্রদানের জন্য দীর্ঘদিন ধরে সরকারের সাথে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে আসছে। প্রতিবারের মতো সরকার এ বছরও জাতীয় পর্যায়সহ ৬৪টি জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে যেখানে ব্র্যাকও সম্পৃক্ত থেকে গুরুত্বের সাথে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।

 

ঢাকা সেন্টার এর অধীনে টিটিসি হযরতপুর, কেরানীগঞ্জ দিবসটি উদযাপন করা হয়। দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, শিক্ষা বৃত্তির চেক প্রদান, ডেমো রেজিস্ট্রেশন ও প্রি-ডির্পাচার প্রশিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট বিতরণ ও উপস্থিত অংশগ্রহনকারীদের অভিমত স্বাক্ষর নেয়া হয়।

 

ঢাকা জেলা ব্র‍্যাক আরএসসি ম্যানেজার মোঃ আনোয়ার হোসেনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান সোহেল, উপজেলা ভূমি কর্মকর্তা, কেরাণীগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জনাব জান্নাতুল ফিরদাউস রুপা এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টিটিসি হযরতপুর এর অধ্যক্ষ রিনা আখতার জাহান। অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসন, টিটিসির শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্র, ব্র্যাক কর্মী, প্যারা কাউন্সেলর, মাইগ্রেশন ফোরাম সদস্য, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, এলাকাবাসীসহ প্রমুখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap