আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

র‌্যাবের হাতে আটক
র‌্যাবের হাতে আটক

আশুলিয়ায় তালপট্টি এলাকায় র‌্যাবের হাতে আটক ১০ জুয়ারি

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জুয়ার ৩৩ হাজার টাকা জব্দসহ ১০ জুয়ারীকে আটক করেছে র‌্যাব

শনিবার বিকেলে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানী কমান্ডার এএইচএম আদনান তফাদার।

আটকেরা হলেন- বগুড়া জেলার আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলার মঞ্জুরুল ইসলাম, একই জেলার রবিউল ইসলাম ও ইসরাইল হোসেন, টাংগাইল জেলার বাদশা মিয়া, বগুড়া জেলার বেল্লাল হোসেন, নওগাঁ জেলার মাসুদ রানা, মাদারীপুর জেলার নুরুল ইসলাম খলিফা, নওগাঁ জেলার রাজু মন্ডল, নাটোর জেলার কামরুল সরদার।

র‌্যাব জানায়, দুপুরে আশুলিয়ার তালপট্টি এলাকায় জুয়ার আসর চলছে এমন গোপন সংবাদে পরিচালনা করা হয়। পরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৯ জুয়ারিকে আটক করা হয়। এসময় জুয়া খেলার নগদ ৩৩ হাজার ১১৫টাকা, ৯ সেট প্লেয়িং কার্ড, জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫ টি খাতা, ১০টি মোবাইল সেট জব্দ করেন তারা।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এ এইচ এম আদনান তফাদার  বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আটকেরা এখনো তাদের হেফাজতেই আছেন। আইনগত প্রক্রিয়া শেষে রাতেই তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়তে ক্লিক করুন >> কেশবপুরে সাবেক মেম্বারের নের্তৃত্বে ভ্যানচালকের বসতবাড়ি ভাঙচুরসহ দখলের অভিযোগ

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap