আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের সরকারি সহযোগিতা দেওয়া হবে -মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ফজলুল হক, কালিয়াকৈর( গাজীপুর) প্রতিনিধি :

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, গত ৩০ নভেম্বর কালিয়াকৈর বাজারে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের মাঝে সরকারি সহযোগিতা দেওয়া হবে ।

 

৭৬টি দোকান মালিকদের ৩ হাজার টাকা ও এক বান করে টিন দেওয়া হবে। কয়েকদিনের মধ্যে ব্যবসায়ীদের ক্ষতি পূরণের মাত্রা দেখে সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাবার দেওয়া হবে।

মন্ত্রী দোকান মালিক ও দোকানদেরকে আশস্ত করে বলেন, নিজেদের নিরাপত্তা থাকার জন্য সর্তক থাকা উচিত।

 

আমি আগেই এ-বাজার কমিটি কে বলেছিলাম নিরাপত্তার জন্য ফায়ার সার্ভিসসহ নিরাপত্তা কর্মী রাখতে হবে। তিনি দুপুরে গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনকালে এসব কথা বলেন ।

মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, এ অগ্নিকান্ডে কোন রাজনৈতিক বিষয় নেই। এটা নিছক দুর্ঘটনা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap