বিশেষ প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস লিমিটেড নামের পোশাক কারখানার গেটে ফুল দিয়ে আগুনে পুড়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নিহতের স্বজন ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ।
আজ তাজরীনে আগুন লাগার আট বছর পূর্তিতে সকাল ১০টায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডুর নেতৃত্বে সকল নেতাকর্মীদের নিয়ে কারখানার প্রধান গেটের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এসময় স্বজনরা বলেন, আজ আট বছর পার হলেও নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা কোনো ক্ষতিপূরণ পাননি।ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অবিলম্বে এ ঘটনায় করা মামলা নিষ্পত্তির দাবি জানান তারা।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনে আগুন লাগে। এতে নিহত হন ১১৩ জন শ্রমিক। আর আহত হন দুই শতাধিক শ্রমিক।