আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈরে তানিয়া আক্তার(২৫) নামে এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে । সকালে উপজেলার হরিণহাটি এলাকার শাহজাহান মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ । নিহত তানিয়া সিরাজগঞ্জের কাজিপুর থানার চিলগাছা এলাকার ইব্রাহীম মিয়ার স্ত্রী। স্থানীয় স্টারলিং লিমিটেড কারখানার শ্রমিক ।

 

নিহতের বোন রেহেনা আক্তারের অভিযোগ, মাদকাসক্ত স্বামী ইব্রাহীমের সাথে প্রায় পারিবারিক কলহে সৃষ্টি হতো । গত রাতে তাদের মধ্যে ঝগড়া বাধে । পরে পারিবারিক ভাবে সমাধান শেষে সবাই ঘুমিয়ে পড়ে । মধ্যরাতে গলায় ওরনা পেচিয়ে হত্যার পর তানিয়াকে বিছানার উপর ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ইব্রাহীম । সকালে পাশের বাসার ভাড়াটিয়া দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, রাতে কোন এক সময় স্বামী শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে ।

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap