আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২, আহত ৩

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি :

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভুঙ্গাবাড়ী এলাকায় ট্রেনের সঙ্গে বাসের ধাক্কায় অজ্ঞাত ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। জানা গেছে, নিহতের মধ্যে একজন নারী ও পুরুষ।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে টিল হাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকায় আসলে এসময় রেল ক্রসিং দিয়ে উল্টরবঙ্গগামী এন.কে.সিয়াম(ঢাকা মেট্রো-ব(১৪-১২০৩) বাস যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পরে বাসটিকে দুমড়ে-মুচড়ে ভুঙ্গাবাড়ী এলাকায় নিয়ে গেলে ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে অজ্ঞাত ২ নারী নিহত ও আরো ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্সে ভর্তি করেন। বাসটি সরানোর জন্য উদ্ধার কাজ চলছে। ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাসটি সরানোর জন্য চেষ্টা চলছে।

কালিয়াকৈর থানার এসআই মোরশেদ আলী মোল্লা জানান, রাত চার টার দিকে সোনাখালীর রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা লেগে ভুঙ্গাবাড়ী এলাকায় যেয়ে ট্রেনটি বন্ধ হয়ে যায়। অজ্ঞাত ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap