-
- ঢাকা, সারাদেশ
- কালিয়াকৈরে বাসের ধাক্কায় পথচারী নিহত
পথচারী নিহত
- প্রকাশের সময়ঃ নভেম্বর, ৪, ২০২০, ৬:০৭ অপরাহ্ণ
- 258 বার পড়া হয়েছে
ফজলুল হক, কালিয়াকৈর প্রতিনিধি
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বুধবার সকালে বাসের ধাক্কায় আশিকুর রহমান (২৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশিকুর রহমান গতকাল মঙ্গলবার লালমনিরহাট থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় তার খালু (আহসানউল্লাহ) বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে রওয়ানা দেন।
পরে বুধবার ভোরে উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছিয়ে চন্দ্রা থেকে লোকাল বাসে করে সফিপুর আসে। আশিকুর রহমান বাস থেকে নামার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় পথচারী নিহত হন।
হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ