আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় ইতিহাস পরিবহনের ধাক্কায় নাকিব নামের মোটরসাইকেল আরোহী নিহত

সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাকিব (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ঘাতক বাস ও বাসের চালক কে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নাকিব আশুলিয়ার চিত্রশাইল এলাকার ইমান উদ্দিনের  ছেলে। সে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলো বলে জানা যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার (এসআই) ইউনুছ আলী জানান, নবীনগর চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগরগামী ইতিহাস নামের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নাকিব (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের লাশ সাভার হাই-ওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে।
সাভার হাই-ওয়ে থানার এসআই মারফত আলী জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ঘাতক বাস ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap