আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে কল রেকর্ড জিম্মী করে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশে দুই লাক্ষ টাকা জরিমানা

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গাছবাড়ি এলাকায় এক নারীকে ফোনকল রেকর্ড জিম্মী করে ধর্ষণের অভিযোগ উঠেছে গ্রাম্য পশু চিকিৎসক আনোয়ারের বিরুদ্ধে।

শনিবার দিনব্যাপি গ্রাম্য শালিসে দুই লাক্ষ টাকা জরিমানা করেন। জরিমান টাকা ওই নারীকে না দিয়ে শালিসদের পকেটে দাবী ভূক্তভোগী পরিবার।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলর বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি এলাকার আফজাল খানের মেয়ের সাথে একই এলাকার মোস্তফার সাথে দীর্ঘদিন অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। মোবাইলে তাহাদের সাথে কথোপোথন অবৈধ সম্পর্কের বিষয়টি ওই এলাকার পশু চিকিৎসক আনোয়ার হোসেন জানতে পেরে কৌশলে নারীর কাছ থেকে মোবাইল সেট নিয়ে তাহার ফোন রের্কড নিয়ে নেয়।

পরে আনোয়ার বিভিন্ন সময় ওই নারীকে ফোনে কু-প্রস্তাব দিয়ে আসে। রাজী না হলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকী দেন। ইজ্জতের ভয়ে ওই নারী গত শুক্রবার রাতে তাকে বাড়িতে আসতে বলে। পরে এলাকাবাসী দু’জনকে ঘরের ভেতর রেখে দরজা তালা দিয়ে রেখে দেয়।

পরে শনিবার সকালে এলাকার মাতাব্বর আজমত আলী মোস্তফা, আজাহার, সাখাওয়াত হোসেন ও স্থানীয় ইউপি সদস্য গফুর মেম্বার দু‘লাক্ষ টাকা জরিমানা করেন এবং কানে ধরে উঠবস করান। এখনো পর্যন্ত জরিমানা টাকা ধর্ষিতার কাছে দেওয়া হয়নি।

ধর্ষিতার পিতা আফজাল খান জানান, আমার মেয়েকে জোরপূর্বক স্ট্যাম্পে সই করে মারপিট করেছে। আমি এর সঠিক বিচার চাই।

মাতাব্বর আজাহার জানান, আমি বিচারে ছিলাম না আমি কিছু জানিনা।

বোয়ালী ইউনিয়নের মেম্বার গফুর মিয়া জানান, আমি মারপিট করিনি কিছু লোকজন তাকে মারপিট করেছে। জরিমানা করা হয়নি কাজীকে ও চৌকিদারকে কিছু টাকা দেওয়া হইছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap