ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪ জন ব্যক্তিকে আটক করে পুলিশ। মাদক ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।
পরে আজ বৃস্পতিবার তাদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল-হাজতে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, জেলার আইন-শৃঙ্খলা উন্নয়নকল্পে উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদকসেবীদের সর্তক হওয়ার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।