ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ৪০৭ পিস বিয়ারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার সুত্রাপুর এলাকার পাওয়ার প্লান্টের সামনে থেকে এলাকাবাসী দু’জনকে বিয়ারসহ আটক করে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামপ্রসাদ ও মানিক বাবু নামে দু’জনকে বিয়ারসহ গ্রেপ্তার করে।
পরে এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার এএসআই মনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৪০৭ পিস বিয়ারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।