আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে ধর্ষণকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ

সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ৭ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্যে তারা বলেন, ধর্ষণকারীদের শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। ৩০ থেকে ৬০দিনের মধ্যেই ফাঁসির কার্যকর করতে হবে। নির্জন রাস্তায় সচল সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার ছয় মাসের মধ্যে সম্পূর্ণ নিষ্পত্তি করতে হবে। দলীয় কোনো নেতা ধর্ষন কারীকে আশ্রয় দিলে তার আইনগত ব্যবস্থা করতে হবে। ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সহ ৭ দফা দাবি করেন।

এ সময় বক্তব্য রাখেন, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শিমু আক্তার, এআই ইউবি ইউনিভার্সিটির শিক্ষার্থী আনজু আক্তার, টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম প্রমুখ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap