– মুহাম্মদ শামসুল হক বাবু
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
যে কবিতার রং লাল নীল- বেগুনি হলুদ
যে কবিতা আকাশকে রঙিন করে দেয়
যে কবিতার শব্দে বাতাসে ঝড় তোলে
যে কবিতার ছন্দে সকল দ্বন্দ্ব দূর হয়ে যায়
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
শ্যামল প্রকৃতির বুকে প্রাণ ফিরে আসে
ফুলে ফুলে দেখা যায় হাসির ঝিলিক
কৃষকের শুষ্ক মৃত্রিকা হয়ে যায় সজিব
কৃষাণী ও গ্রাম্য বধূও নতুন স্বপ্ন দেখে!
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
তোমাকে দেখে নদীতে জোয়ার বহে
গভীর ঘুমের শিশুটিও হঠাৎ জেগে উঠে
অচেনা নির্জন পথে দেখা দেয় কোলাহল
রাজপথে মুখরিত জনতার ঢল নামে!
তুমি সেই একটা জীবন্ত ও উড়ন্ত কবিতা-
বাহারি ফসলের ডানাগুলো পাখা মেলে
বন্য পাখির ছানাগুলো উড়তে শিখে
তুমিও একটা জীবন্ত রঙিন প্রজাপতি
কয়েদির ঐ বন্দীশালা ফিরে পায় গতি!
বিদ্রঃ “দুই যোগ আঠারো” অপ্রকাশিত কাব্যগ্রন্থের অংশ বিশেষ।