ভোলা চরফ্যাসন উপজেলার দুলারহাটে গাজাসহ রাজিব কর্মকার (১৯) ও মোঃ নয়ন (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুলারহাট থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত রাজিব কর্মকার দুলারহাট থানার নুরাবাদ ৪নং ওয়ার্ড উপলাল কর্মকারের ছেলে ও মোঃ নয়ন নুরাবাদ ৩নং ওয়ার্ড আবু তাহের মহাজনের ছেলে। জানা গেছে, দুলারহাট থানার এস আই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দুলরাহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন হাসপাতাল রোড উচু ব্রিজের উপর হতে দুজনকে ২৫গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।