আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে অবৈধ ভিক্সল তৈরির কারখানায় অভিযান, সিলগালা গ্রেপ্তার-১

ফজলুল হক, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় অবৈধ ভিক্সল তৈরি কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা এন.এস.আইয়ের ভ্রাম্যমান আদালত ।

মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতর্ৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, কারখানার মালিক নাজমা বেগম(৩০) ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান জানান, বসুন্ধরা ট্রেডিং এর পক্ষে এসএন কেমিকেল কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধভাবে গড়ে উঠা ওই কারখানায় নিম্নমানের ভিক্সল তৈরি করে আসছিল। জেলা এন.এস.আইয়ের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় কারখানার মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করা নির্দেশ দেয়া হয়। পরে কারখানা পরিচালনা কারী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি ভিক্সল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানে জেলা এন.এস.আই, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap