আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যে কর হ্রাসের দাবিতে সাভারে মানববন্ধন

ঢাকা  জেলা  প্রতিনিধিঃ

চলতি ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর বৃদ্ধিকৃত অতিরিক্ত কর হ্রাসের দাবিতে সাভারের মহাসড়কে মানববন্ধন করেছেন বিড়ি-সিগারেট কোম্পানির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারিরা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সিটি সেন্টারের সামনে সামাজিক দূরত্ব মেনে মানববন্ধনে অংশ নেয় তারা।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, চলতি অর্থবাজেটে বিদেশী ব্রান্ডের তামাকজাত পণ্যের দাম কম বাড়িয়ে দেশী পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে।  এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন এই পেশার সাথে সংশ্লিষ্ট লাখ লাখ শ্রমিক। এমনকি কর্ম হারিয়ে অসহায় মানবেতর জীবনযাপন করতে হবে তাদের।

তারা বলেন,  ২০১৭-১৮ অর্থ বছরে প্রধানমন্ত্রী দেশীয় ব্রান্ডের বিড়ি-সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা দিলেও তার বাস্তবায়ন হয়নি। এমনকি ২০১৮-১৯ অর্থবাজেটে নিম্নস্লাব শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো সংরক্ষিত রাখার জন্য সংসদে অনুমোদন পাওয়ার পরও কার্যকর হয়নি। উল্টো ২০২০-২০২১ অর্থবাজেটে বিদেশী ব্রান্ডের চেয়ে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বৃদ্ধি করা হয়েছে।

এমতাবস্থায় তামাক শিল্পকে বাঁচাতে নিম্নস্লাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভের দাবি জানান তারা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap