আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

kalikair pic

কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া টাকার ৩০ লাখ উদ্ধার , অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার-৫

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরের কালিয়াকৈরের খাড়া জোড়া এলাকা থেকে ছিনতাই হওয়া ৮০ লাখ টাকার মধ্যে রোববার র‍্যাব-১ সদস্যরা অভিযান চালিয়ে ৩০ লাখ ৬৮ হাজার টাকাসহ ইউএস ডলার, অস্ত্র গোলা উদ্ধার করেছেন।

গত ৭জুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া নামক এলাকা থেকে ছিনতাই হওয়া ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড ৮০ লাখ টাকা ২২ হাজার টাকা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে র‍্যাব-১ সদস্যরা ঢাকা মহানগরী ও সাভার, আশুলিয়া, মগবাজার, ডেমরা এবং কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছেন।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‍্যাব-১ সদস্যরা ৩০লাখ ৬৮ হাজার টাকা, এক হাজার একশত ইউএস ডলার, একটি প্রিমিও প্রাইভেট কার (চট্ট মেট্রো-গ ১১-৭৬৫৩),তিনটি মোটর সাইকেল (বরিশাল মেট্রো-ল-১১-০৭২৭, ঢাকা মেট্রো হ ৬৪-১৭১৪, ঢাকা মেট্রো ল-১৮-০১৬১) একটি বিদেশী রিভলবার, একটি বিদেশী পিস্তল, একুশ রাউন্ড গোলাবারুদ, দুইটি ম্যাগজিন,তিনটি পাসপোর্ট এবং আটত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করেছেন।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো, বরগুনা জেলার আমতলী উপজেলার গোডাংগা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে রিয়াজ উদ্দিন (৩৬). পটুয়াখালী জেলার পটুয়াখালী উপজেলার দক্ষিণ বহাল গাছিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তার ফকিরের ছেলে মোঃ সাগর মাহমুদ (৪০), বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে মোঃ জলিল (৪০), রাজবাড়ি জেলার রাজবাড়ী উপজেলার খানখানাপুর গ্রামের সৃত মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইসমাইল হোসেন ওরফে মামুন (৪৫) ও টাঙ্গাইল জেলার মিজার্পুর উপজেলার ভাতগ্রামের মৃত দয়াল মন্ডলের ছেলে মনোরঞ্জন ওরফে বাবু (৪১)।

উত্তরা র‍্যাব-১ সদস্যরা জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানায়, তারা প্রায় ৪-৫ মাস পূর্বে ছিনতাইকারী দলের হোতা জলিলের পরিকল্পনায় ইসমাইল হোসেন ওরফে মামুন এবং মনোরঞ্জন মন্ডল ওরঢে বাবু টার্গেট সিলেকশনের কাজ শুরু করে। তারা গাজীপুর, আশুলিয়া, কালিয়াকৈর এলাকায় বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরী শ্রমিকদের বেতন সংগ্রহ, প্রক্রিয়া যাচাই বাছাই করে ইনক্রেডিবল গার্মেন্টস ফ্যাক্টরী’কে টার্গেট করে।

তাদের পর্যবেক্ষণে উদঘাটিত হয় যে, ইনক্রেডিবল ফ্যাক্টরী শ্রমিকদের বেতন ক্যাশে প্রদান করা হয়। ব্যাংক হতে টাকা সংগ্রহের সময় কোন অস্ত্রধারী নিরাপত্তা প্রহরী থাকে না।

তাদের পরিকল্পনা মোতাবেক গ্রেপ্তারকৃত মনোরঞ্জন মন্ডল ওরফে বাবু উক্ত গার্মেন্টস্ েএকজন সাব-কন্টাক্টরের কর্মী হিসেবে মার্চের দ্বিতীয় সপ্তাহ হতে আসা যাওয়া শুরু করে। সে গার্মেন্টসের অন্যান্য কর্মী, নিরাপত্তা প্রহরী, পার্শ্ববর্তী দোকান ও অন্যান্য সূত্র হতে কৌশলে যাবতীয় তথ্যা সংগ্রহ করে। তার তথ্যমতেই ছিনতাইকারী চক্রটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাকাতির পরিকল্পনা চূড়ান্ত করে।

উল্লেখ্য, উপজেলার কারুল সুরিচালা এলাকার ইনক্রেডিবল ফ্যাশনস্ লিমিটেড গার্মেন্টসের শ্রমিক এবং স্টাফদের বেতন প্রদান করার জন্য গত ৭ জুন ২০২০ সকাল সাড়ে ১১টার দিকে ব্যাংক এশিয়া, কালিয়াকৈর শাখার উদ্দেশ্যে ফ্যাক্টরীর সহকারী ম্যানেজার মেজবাহ উল হক (৪০)সহ ৬ জন কোম্পানীর মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৯৫১১) নিয়ে যান।

ওই কর্মকতার্রা ব্যাংক হতে টাকা তুলে দুপুর সোয়া ১২ টার দিকে ব্যাংক হতে বাহির হয়ে উল্লেখিত মাইক্রোবাস যোগে ফ্যাক্টরীর দিকে রওনা হয়। রওনা হওয়ার পর দুপুর দেড়টার দিকে খাড়াজোড়া এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার এর দক্ষিণ পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পেঁৗছানো মাত্রই ডাকাতদের চালিত যানের মাধ্যমে মাইক্রোবাসের গতি রোধ করে লোহার রড, হাতুড়ী, ষ্টীলের পাইপ এবং পিস্তলসহ অতর্কিতভাবে ভাংচুর ও গুলি করে উক্ত অর্থ ছিনিয়ে নিয়ে যায়।

উক্ত গোলাগুলির ঘটনায় ফ্যক্টরীর সহকারী মার্চেন্ডাইজার রাজীব মজুমদার শুভ (২৮) গুরুতর জখম প্রাপ্ত হয়।
ওই দিন রাতেই কারখানার জেনারেল ম্যানেজার খোরশেদ আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap