আজ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

আশুলিয়া, বৈষম্যমূলক ট্যাক্স নীতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিড়ি শ্রমিকদের

সাভার  প্রতিনিধিঃ
চলতি বাজেটে তামাকজাত পণ্য বিড়ির উপর বৈষম্যমূলক ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সাভারের আশুলিয়ায় মানববন্ধন করেছে সংশ্লিষ্ট শিল্পের সাথে জড়িত শ্রমিক ও কর্মচারীরা।
রবিবার সকাল ১১টায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্ত্বরে সামাজিক দূরত্ব মেনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ২০২০-২১ অর্থ বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য ৪ টাকা ও প্রতি প্যাকেট সিগারেটে ২ টাকা বৃদ্ধি করায় বৈষম্যমূলক ট্যাক্স নীতি প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে বিদেশী প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই দেশীয় বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে। যা বিড়ি শিল্পের জন্য হুমকি স্বরূপ। ফলে এই শিল্পের সাথে জড়িত লাখ লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়ে অনাহারে দিন কাটাবে।
তাই অবিলম্বে বৈষম্যমূলক ট্যাক্স নীতি প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সকল প্রকার সিগারেটের মূল্য বৃদ্ধি, ভারতের ন্যায় বিড়ি শিল্প সুরক্ষা আইন প্রণয়ন ও বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি না করে এই শিল্পকে বন্ধ না করারও দাবী জানান তারা।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap