সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি দুইতলা ভবনের একাংশ ধসে পড়ে অন্তত ৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৫ টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার ইমনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: জিহাদ মিয়া জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় দ্বিতল বিশিষ্ট ভবনের একাংশ ধসে পড়ে ৭ জন আহত হয়েছে । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে নি। তবে দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ায় আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।